'মোটা' আর 'রোগা' বড় আপেক্ষিক জিনিস |
এর কোনো absolute scale নেই | সহজ ভাষায় বুঝিয়ে বলছি, এই ধরুন আজ থেকে পাঁচ বছর আগে আমি মোটা-ই ছিলাম,
তখন বন্ধু-বান্ধব সবাই আমাকে মোটা-ই বলত,
কিন্তু আজকে যদি সেই পাঁচ বছর আগের ছবি তাদের
কেউ দেখে, তখন নিমেষের মধ্যে বলে
উঠবে, "ইসস... তুই কত
রোগা ছিলিস তখন !!!" এই কথা শুনে তাদের মুখের উপর জুতো ছুঁড়ে মেরে বলতে ইচ্ছা
করে, "রোগা ছিলাম তো
তখন উল্টো কথা কেন বলতিস ?"
মোদ্দা কথা, চিরকালই আমাকে আয়নায় মোটা আর পুরোনো ফটোয়
রোগা দেখায় | ভারী
বিচ্ছিরি লাগে | তবে
এক খান time machine পেলে
হেব্বি সুবিধা হত, টুক করে দু'বছর
পরে চলে গিয়ে নিজের একটা সেল্ফি তুলে আনতাম, নিঃসন্দেহে সেটা এখনকার থেকে মোটা-ই হতো |
তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম আর
ফটোতে ভবিষ্যতের 'আমি'কে দেখতাম |
Bingo !! নিজেকে রোগা বলে মনে
হতো |
___________________________________________
© অর্ঘ্য দাস @ টুকটাক লেখালেখি, দুর্গানগর, 05-06-2017
___________________________________________
© অর্ঘ্য দাস @ টুকটাক লেখালেখি, দুর্গানগর, 05-06-2017
Comments
Post a Comment