একজন প্রকৃত বাঙালী কখনো নাস্তিক হতে পারে না
| মানে তথাকথিত ঈশ্বরে
বিশ্বাস হয়তো তার না থাকতে পারে, কিন্তু বাঙালীর হৃদয়ের খুব কাছে থাকা কিছু 'ঈশ' (ঈশ্বরের সমার্থক শব্দ)-কে সে ভক্তি,
শ্রদ্ধা, প্রেম করবেই |
আমার
কথাই ধরুন | বালিশ,
ইলিশ আর মালিশ - এই তিন ছাড়া আমি বাঁচতে পারি
না | মাথার বালিশ,
পা রাখার বালিশ,
পাশবালিশ - এই তিন আমার বিছানায় বিরাজমান |
ঘুমের মধ্যে আমি গ্রহের মতো চরকি পাক লাগাতে
থাকি, আর ওই বালিশগুলোও
উপগ্রহের মতো আমার চারদিকে ঘুরতে থাকে |
মাঝেমাঝেই
আমার শ্বাসকষ্ট ওঠে - বুকে নয়, পেটে | একটানা কয়েকদিন বৈচিত্রহীন খাবার খেলেই এই অবস্থা হয় |
তখন অক্সিজেন হিসাবে ইলিশ ভাঁপা লাগে আমার |
ইলিশভোজন আমার কাছে তীর্থযাত্রার পরিপূরক |
সেলুনে
গিয়ে মাথা, পিঠ,
হাত মালিশ করানো আমার প্রায় নেশার মতো হয়ে
উঠেছে | সপ্তাহে অন্ততঃ দু'বার সেলুনে যাই মালিশ করানোর জন্য |
শুধু এখানে নয়, ভারতবর্ষের নানা শহরে যখনই গিয়েছি,
সেলুন খুঁজে নিয়ে সেখানে একবার 'হেড ম্যাসাজ' করিয়ে নিয়েছি |
পুনশ্চঃ
- তবে পাঠক কোনো রকম তির্যক মন্তব্য করার আগেই জানিয়ে দিই - বিজ্ঞাপনবাজার
পত্রিকায় যে ধরনের মালিশের বিজ্ঞাপন ভিতরের দিকের একটা গোটা পাতার অর্ধেকটা জুড়ে
থাকে সেই ধরনের মালিশের কোনো অভিজ্ঞতা আমার নেই |
___________________________________________
© অর্ঘ্য দাস @ টুকটাক লেখালেখি, দুর্গানগর, 02-07-2016
© অর্ঘ্য দাস @ টুকটাক লেখালেখি, দুর্গানগর, 02-07-2016
Comments
Post a Comment