সেদিন সন্ধ্যা বেলায় পাড়ায়
(দুর্গানগরে) ঘুরছি, হঠাৎ একটা ফাস্ট ফুডের দোকানের
সাইনবোর্ডে চোখ পড়ে গেল | মাইনাস পাওয়ারের চশমা আমার, তার উপর আবার খানিক দূর
থেকেই পড়ছিলাম, খুব স্পষ্ট করে সব লেখাগুলো পড়তে না পারলেও
নজর আটকে গেল একটা আইটেমে - 'গোবি চাউমিন' | খানিক অবাক হয়ে ভাবলাম
যে জিনিসটা কি হতে পারে | শেষে ভাবলাম 'গোবি পরাঠা' থাকলে
'গোবি চাউমিন' হতেই বা দোষ কি !! সঙ্গে
সঙ্গে সিদ্ধান্ত নিলাম যে আজই খেতে হবে এই ফুলকপি-চাউমিন জিনিসটা | দোকানের কাছে এগুতেই
খেয়াল করলাম কথাটা 'গোবি' নয়, 'গেবি' .... মানে প্রথমে 'গোবি'
লিখেও পরে একটু সাদা রং দিয়ে আ-কারটা মুছে দেবার চেষ্টা করা হয়েছে |
'গেবি' চাউমিন !!! আরিব্বাপ , কি
জিনিস সেটা !!!
ব্যাপারটা যে আসলে 'গ্রেভি
চাউমিন' সেটা বুঝতে সত্যি আমার দশ সেকেন্ড সময় লেগেছিল
!
______________________________________________
© অর্ঘ্য
দাস @ টুকটাক লেখালেখি, দুর্গানগর, ১২-০৫-২০১৬
Comments
Post a Comment