একবার এক মাতাল নেশার ঘোরে রাস্তার একটা নেড়ি
কুকুরকে লাথি মারছে, কুকুরটা যেই মারের চোটে ডিগবাজি খেয়ে উল্টে যাচ্ছে অমনি
মাতালটা দু’হাত জোড় করে তাকে প্রনাম করছে, আবার যেই কুকুরটা নিজেকে সামলে নিয়ে
আবার সোজা হয়ে উঠে দাড়াচ্ছে তখন পড়ছে
মাতালের লাথি |
কেন বলুন তো ?
কুকুর হল DOG, আর সেটা উল্টে গিয়ে হচ্ছে
GOD, ফলে তখন তাকে প্রণাম না করে আর উপায় থাকছে না |
(ছোট্টবেলায় শোনা জোক, আজও মনে আছে )
___________________________
- অর্ঘ্য দাস, দুর্গানগর, ০১-০২-২০১৬
Comments
Post a Comment