বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত বাক্যসংকোচনের সংকলন :
-------------------------------------------------------------
1.
যে কলম দিয়ে শ্রীকৃষ্ণ রাধাকে প্রেমপত্র লিখতেন = শ্যাম-পেন
2.
জাপানী কুস্তিগীরকে বিদায় জানাবার সময় কি বলতে হয় = টাটাসুমো
3.
লঙ্কা গাছের ডাল = লঙ্কাকান্ড
4.
ফ্রিজে রাখা সীম = হিমসিম
5.
বোকা বাঁদর = ফুলকপি (fool-কপি)
6.
বাঁদর ধারার ফাঁদ = কপিকল
7.
দরজার হাতল = বাহুডোর (বাহু-door)
8.
সূর্যদেব = রবি ঠাকুর
9.
মন্দ আশা = কুয়াশা
10. যে গাড়ির হেডলাইট বিগড়েছে = অন্ধকার (অন্ধ-car)
11. যে নিয়ম জানে = নজরুল (knows-rule)
12. রাজার বাণী = কিংবদন্তি
(king-বদন্তি)
13. চায়ের সাথে মাছ ভাজা = চাওমীন (চা
ও মীন)
14. যে বন্দুক ধীরে চলে = স্লোগান
(slow-gun)
15. কূলের আচার = কুলাচার
16. কুচি কুচি করে কাটা কুল = কুলকুচি
17. বেড়ালের বমি = catwalk (cat-ওয়াক)
18. সেক্সি কুকুর = hotdog
19. সমকামী পুরুষের মৃতদেহ = গেলাশ
(gay-লাশ)
20. প্রেমের সৃষ্টিকর্তা = লাভজনক
21. যার কোনো রাগ, ক্ষোভ নেই = রোশনাই
(রোষ-নাই)
22. যমজ ছেলে = বাইসন (bi-son)
23. যে মেশিনের সাহায্যে অঙ্ক করা যায়
= কলঙ্ক (কল-অঙ্ক)
24. অবিবাহিত মেয়ে = কন্যাকুমারী
25. যে শহর কাউকে দূরে সরিয়ে দিয়ে পরক্ষণেই
কাছে টেনে নেয় = GOA (go + आ )
26. Mr. City = Sri Nagar
27. No zip = chen-nai (চেন-নাই)
28. Make juice = bana-ras (হিন্দি: बना-रस)
29. Do acting - Kar-natak (কর-নাটক)
30.
Mummy's maid - Mumbai
(mum- বাঈ )
31.
Elephant’s night - guj-rat (গজ-রাত)
32.
রাজার পোশাক - Rajkot (Raj-Coat)
33. সবুজ দরজা – হরিদ্বার
34. যে শহর মন কেড়ে নেয় = দিল-লি
35. মুম্বাই-এর জুহু সমুদ্রসৈকতে যে অভিনেত্রী চা বিক্রি করেন = জুহি
চা-ওয়ালা
36. Answer State - Uttar Pradesh
37. Snake land – Nagpur / Nagaland
38. Rhythm of eyes -
naini-taal
39. Large state -
Maha-rastra
40. এখনকার ভাগ্য = Luck-now
41. লম্বা মহিলা = শিলং, Shillong (She-long)
------------------------------------------------------------------------------------------
Comments
Post a Comment