যাত্রী : দাদা, সামনের
মোড়টায় বাঁধবেন |
অটো
ড্রাইভার : দড়ি এনেছেন সঙ্গে ?
যাত্রী : আরে না না, বলছি
সামনে মোড়ে রাখবেন |
অটো
ড্রাইভার : কি রাখব ?
যাত্রী : আরে ধুত্তোর !!
সামনের মোড় গাড়িটা দাঁড় করাবেন |
অটো ড্রাইভার: তো সেটা সোজাসুজি
বলুন না !
________________________
©অর্ঘ্য দাস, দুর্গানগর, ৯-১-২০১৬
বাঃ, ভাল লিখেছিস।
ReplyDeleteমনে হয় পেরেছি এতক্ষণে
এই তো দাদা, হয়েছে !! একবার যখন পেরেছ, তখন আর কোনো অসুবিধা হবে না |
Delete