Skip to main content

রবীন্দ্রজয়ন্তীর সকালে বিশেষ একটি মানুষের কাল্পনিক বক্তৃতা


আজ আমাদের বাঙালিদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন | আজকের দিনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন | তিনি মা-মাটি-মানুষকে নিয়ে অনেক কিছু লিখে গেছেন | তিনি খুব ভালো ছবিও আঁকতেন, যদিও সেসব ছবি আমার আঁকা ছবির মতো এত দামে বিক্রি হয়নি | অবশ্য এতে আপনার, আপনার বাবার, আপনার বউয়ের কি ? বেশি বেগড়বাই করলে কিন্তু আমাদের তাপস আপনাদের ঘরে ছেলে পাঠাবে | বাঙালীর মুখ উজ্জ্বল করে কবিগুরু রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ জিতেছিলেন কিন্তু অপদার্থ লাল সরকারের আমলে ২০০৪ সালে তা চুরি হয় | মাওবাদীরা এই চুরির পেছনে ছিল কিনা জানি না, তবে কালিঘাটের মা কালির দিব্যি দিয়ে বলতে বলতে পারি টুম্পাই-কুনাল-মদন এসবের মধ্যে ছিল না | সেবার CID অনেক তদন্ত করেও চোর ধরতে পারেনি, বস্তুতঃ তখন থেকেই ওদের উপর আমার রাগ |

আপনারা সবাই জানেন আমি বিভিন্ন জিনিসের নামকরণের মাধ্যমে বাঙালীর ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করি | রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে আমি নাকতলা মেট্রো স্টেশনের নাম ‘গীতাঞ্জলি’ এবং বোলপুরের নাম ‘গীতবিতান’ রেখেছি | কিন্তু বিরোধীরা চক্রান্ত করে রটিয়ে বেড়াচ্ছে যে আমি নাকি নিজের নাম ‘চিত্রকর’, দলের নাম ‘ক্ষুধিত পাষাণ’, পার্টি অফিসের নাম ‘নষ্টনীড়’, নির্বাচনী ইস্তেহারের নাম ‘একটি আষাঢে গল্প’, পার্টি ফান্ডের নাম ‘চোরাই ধন’, নিজেদের সরকারের নাম ‘প্রগতিসংহার’ রেখেছি | আমি জানি সাধারণ মানুষ আমাদের পাশেই আছেন এবং তাঁরা এসব গুজবে কান দিচ্ছেন না |

রবীন্দ্রনাথের সমসাময়িক ছিলেন ইংরেজ লেখক উইলিয়ম শেক্সপীয়র ও কবি জন কিটস | তিনজনে খুব ভালো বন্ধুও ছিলেন | গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ করবার সময় ওনারা রবীন্দ্রনাথকে খুব সাহায্য করেছিলেন | তাই তাঁদের স্মরণে গ্রামবাংলার নানা জায়গায় উইল-উৎসব, কীট-উৎসব ইত্যাদি করা হবে | বিরোধীরা বলবে টাকা নষ্ট হচ্ছে ! আরে মশাই, উৎসব করব নাতো শ্রাদ্ধ করব নাকি ? এছাড়াও বিভিন্ন ক্লাবকে রবীন্দ্রনাথের মতধারা দিকে দিকে ছড়িয়ে দেবার জন্য বার্ষিক দু’লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে | 

এবার পুরসভা ভোট জিতে আমি দলকে নির্দেশ দিয়েছিলাম পাড়ায়-পাড়ায় কেবলমাত্র রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে জয় উদযাপন করতে | কোনরকম দলীয় স্লোগান বা হই-হট্টগোল করে মানুষজনকে বিরক্ত করা আমার পছন্দ নয় | এইবার KKR যদি IPL জেতে তাহলে আমি প্রত্যেক খেলোয়াড়কে রবীন্দ্রনাথের চিত্রাঙ্কিত একটা করে সোনার মেডেল উপহার দেব | ভারতবিখ্যাত গায়ক Honey Singh আমাকে কথা দিয়েছে যে বাংলার বুকে আমি যেদিন শিল্পে উন্নতি নিয়ে আসতে পারব সেদিন ও সল্টলেক স্টেডিয়ামে এসে কয়েকটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে যাবে | আপনাদের জানাই সেদিন আর দূর নেই, ইতোমধ্যেই আমার উদ্যোগে পশ্চিমবঙ্গে তেলেভাজা শিল্পের প্রভূত উন্নতি হয়েছে | চপ-বেগুনি-সিঙ্গাড়া বিক্রি করে লোকেরা তিন-চার তালা দালান তুলে নিচ্ছে | অন্যদিকে হকারদের লাইসেন্স দিয়ে ক্ষুদ্র-শিল্পে বিপ্লব আনার চেষ্টা করা হচ্ছে | এছাড়াও আমার জনসচেতনতামূলক প্রচারের কারণেই পরোক্ষ ভাবে মশারি-শিল্পে উন্নতি হয়েছে | আমিই প্রথম বলেছিলাম যে সোয়াইন ফ্লু মূলতঃ মশার কামড় থেকে হয়, আর তারপর থেকেই মশা থেকে বাঁচতে মশারির চাহিদা বেড়েছে, আর তাতেই বেড়েছে মশারির উৎপাদন |

যাইহোক, আর বেশি বলে আপনাদের সময় নষ্ট করব না | আপনারা সবাই ভালো থাকুন, আমাদের পাশে থাকুন | কবিগুরুর দেখানো পথে আমরা যেন চিরজীবন চলতে পারি, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি | ধন্যবাদ |

_____________
© অর্ঘ্য দাস
দুর্গানগর, ১১-০৫-২০১৫


Comments

Popular posts from this blog

নরেন্দ্রপুরের স্মৃতিকথা (Memoirs of RKM Narendrapur) : পর্ব ১০ : ইতিহাস ক্লাস

**********************************************************************      “ ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা নেই, হয়েছি পাগল ”  বহুদিনের পুরোনো ছড়া  |  আমরা সবাই ছোটবেলায় এটা শুনেছি  |  ‘পাতিহাস’ বলতে কি বোঝানো হয়েছে জানিনা, তবে দুটো মানে বের করা যায়  |  এক, পাতিহাস ডিম পাড়ে, আর ডিম মানেই স্যারের দেওয়া ‘গোল্লা’  |  অন্য মানেটা ক্রিকেটের ‘Duck’ যার অর্থও শূন্য  |  মোদ্দা কথা ইতিহাসে নম্বর পাওয়া দুষ্কর  |  “পরীক্ষার্থী হত ইতি উত্তর লেখবার সময়াভাব, সাময়িক স্মৃতিনাশ এবং স্যারের স্কেল মাপা চেকিং”  |   ফলাফল মুখের হাসিতে ইতি টেনে দেওয়ার উপযোগী মার্কশীট  | পাঠকমাত্রেই মানবেন যে ইতিহাসের সাথে ঘুমের একটা নিবিড় সম্বন্ধ আছে  |  তা সে ইতিহাস বই হোক বা ইতিহাস ক্লাস  |  ছাত্রজীবনে সন্ধ্যাবেলা অন্য যেকোনো সাবজেক্ট পড়ার সময় দিব্বি জেগে থাকতাম. কিন্তু ইতিহাস বই খুললেই কেন জানি পাঁচ মিনিটেই ঘুম চলে আসতো ! আমি তো একবার ক্লাস নাইনে একবার ইতিহাস পরীক্ষা চলাকালীনই ঘুমি...

কাজের মাসি

কাজের মাসি গতকাল আনন্দবাজারের রবিবাসরীয় তে একটা লেখা পড়লাম কাজের মাসিপিসি দের নিয়ে | এ প্রসঙ্গে নিজের কিছু অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল – তখন আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ি আর থাকি গড়ফা নামক একটি জায়গায় মেসবাড়িতে | আমাদের মেসে রান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার ইত্যদি কাজ করত সবিতা দি | সদা হাস্যমুখ এই সবিতাদির বাড়ি ছিল নরেন্দ্রপুরে | মাঝেমাঝেই সবিতাদির নানা উদ্ভট কথাবার্তায় আমরা যারপরনাই পুলকিত হতাম | আমাদের মেসের মনোজিত আর সুদীপকে চিরকাল সবিতাদি ‘মনোদীপ ভাই’ আর ‘সুজিত ভাই’ বলেই ডেকে এসেছে, বহুবার সংশোধন করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি | আমাকে বলত ‘মোটাভাই’ | স্কচ বাইট কে বলত ‘কসবা’ | মাছের ঝোল, মাংসের ঝোল কে বলত ‘মাছের তরকারী’ আর ‘মাংসের তরকারী’ | তখনো তৃনমূল ক্ষমতায় আসেনি, একদিন সবিতাদি এসে বলল, “ও ভাই জানো, আমাদের পাড়ায় কাল রাতে ঝামেলা হয়েচিল, এখন নতুন কি একটা পার্টি এসেচে না - ‘তিন আঙ্গুল’ না ‘দুই আঙ্গুল’ কি একটা নাম, তাদের সাথে ছি পি এমের | মারপিট ও হয়েচে |” আমরা প্রথমে ভেবেছিলাম নতুন কোনো পার্টি সত্যিই বোধহয় এসেছে যাদের চিহ্ন ওই আঙ্গুলমার্কা ভিকট্রি সাইন ! মিনিট খানেক পর...
  ঝাড়গ্রাম : বসন্ত ১৪২৭ স্কুল পাশ করেছি সতেরো বছর হয়ে গেল | তারপর এই প্রথম আমার সুযোগ হলো স্কুলের বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার | দু তিনটে জায়গা মাথায় ছিল – ঘাটশিলা , ঝাড়গ্রাম, অযোধ্যা পাহাড় | এই বসন্তের শুরুতে তিনটে জায়গাই মনোরম | শেষমেষ ঝাড়গ্রাম WBFDC এর গেস্ট হাউসের ছবি দেখে সেটাই ফাইনাল করা হলো | 6 ই মার্চ, 2021, শনিবার          ডিমসেদ্ধ : সকাল সাড়ে দশটা - ক্যালেন্ডারে মার্চের শুরু হলেও বেজায় গরম. আমি দরদর করে ঘামছি ডেবরা চৌমাথায় (পশ্চিম মেদিনীপুর জেলা) দাঁড়িয়ে, হাতে আমার একুশটা হাঁসের ডিম সেদ্ধ, সাথে পেঁয়াজ লঙ্কা কুচি এবং সাদা ও কালো নুন | এক সপ্তাহ আগে করা প্ল্যান অনুযায়ী আমরা নাকি আগামী দু’ ঘন্টায় গাড়িতে বসে পার হেড পাঁচটা করে হাঁসের ডিম খাবো | ওদিকে সৌমাভ ওর গাড়িতে গোল (সুমিত্র) আর পকাই (অর্ক) কে নিয়ে আসছে কলকাতা থেকে |          বব মার্লে : শেষমেষ আমায় প্রায় ঘন্টা খানেক রোদে দাঁড় করানোর পর তাঁরা এলেন এবং বসন্তের এই অকাল দাবদাহ থেকে আমায় মুক্তি দিলেন | ঠান্ডা গাড়িতে উঠে ওদের আনা এগ স্যান্ডউইচ আর কোলাঘাট KFC থেকে কেনা মুর...