ভুলভুলাইয়া, বিরিয়ানি, টুন্ডে কাবাব, চিকনের কাজ করা পাঞ্জাবী...... To-do লিস্টে এই কটা জিনিস ছিল মাস্ট | যেদিন ঠিক হয়েছে লক্ষ্ণৌ ঘুরতে যাব সেদিন থেকেই নামগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল | ঐতিহাসিক জায়গার প্রতি আমার আজন্ম দুর্বলতা | সেই সঙ্গে মোগলাই খাবারের দুর্নিবার হাতছানি | লোভনীয় কম্বিনেশন !! আমাদের কলকাতার মতই লক্ষ্ণৌ শহরের অনেকগুলো রূপ | গোমতীনগর যেন সল্টলেক আর রাজারহাটের সংমিশ্রন, হজরতগঞ্জ যেন পার্কস্ট্রিট, আমিনাবাদ যেন খিদিরপুর | একদিকে শহরের শতাব্দী প্রাচীন সত্তা, অন্যদিকে যুগের সাথে তাল মিলিয়ে ঝাঁ-চকচকে মেট্রোপলিটন হবার আপ্রাণ চেষ্টা | যে আত্মীয়ের বাড়িতে উঠেছিলাম তারা থাকেন গোমতীনগরের এক বহুতল আবাসনে | ওদের ফ্ল্যাটটা তিন তলায় | সুসজ্জিত বিশাল ফ্ল্যাট | জানলা খুললে আকাশ দেখা যায় না, চারদিকের বিশাল বিশাল বাড়িতে ঢাকা পড়েছে আকাশের নীল রং | তবে এগারো তলা বাড়ির ছাদে উঠলে নয়নাভিরাম দৃশ্য দেখা যায় | স্থানীয় লোকেদের ভাষায় লক্ষ্ণৌ হল নবাব, কাবাব, আদাব আর শবাব-এর শহর | কথাটা ভুল নয় | শহরটা জুড়ে বেশ একটা নবাব...